You are here
Home > আইন-আদালত > সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চাওয়া রিট খারিজ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন চাওয়া রিট খারিজ

সংসদ ভেঙে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুল আলম, এম এম জি সারোয়ার পায়েল ও তাহমিনা পলি।

ইসিকে লিগ্যাল নোটিস না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় আদালত এটি খারিজ করে দিয়েছেন বলে জানান আইনজীবীরা।

এর আগে, গত ১০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে এবং সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল।

উল্লেখ্য, উচ্চ আদালতের নির্দেশে গত ৮ মে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটির নির্বাচনি প্রতীক আপেল।

Similar Articles

Leave a Reply

Top