You are here
Home > আইন-আদালত > সময়মতো মনোনয়ন জমা না দেয়া প্রার্থীদের রিট খারিজ

সময়মতো মনোনয়ন জমা না দেয়া প্রার্থীদের রিট খারিজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের মনোনয়নপত্র খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।

বুধবার এ বিষয়ে করা একাধিক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এমন আদেশ দেন। অন্যদের আবেদন বৃহস্পতিবার শুনবেন আদালত।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

Similar Articles

Leave a Reply

Top